দ্য রিপোর্ট প্রতিবেদক : আর্থিক খাতের জিএসপি ফাইন্যান্স ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানির পরিচালনা পর্ষদ আলোচ্য অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছেন। বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লভ্যাংশ দেওয়ার পূর্বে বিনিয়োগকারী নির্বাচনে আগামী ৩ ফেব্রুয়ারি রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২৩.৭২ টাকা।

আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

(দ্য রিপোর্ট/এস/ডব্লিউএন/সা/জানুয়ারি ২২, ২০১৪)