দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমীর কফি হাউজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জাতীয় পিঠা উৎসব ২০১৪। শুক্রবার বিকাল ৪টায় ৮ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যজন আতাউর রহমান প্রমুখ।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ সব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ. টেলিভিশন শিল্পী সমিতির সভাপতি খায়রুল আলম সবুজ, জাতীয় পিঠা উৎসবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, এএফ আকরাম হোসেন, অভিনেতা আব্দুল আজিজ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে পিঠার গুরুত্বের কথা উল্লেখ করে বক্তারা বলেন, বাহারি পিঠা তৈরি দেশজ সংস্কৃতির এক অনন্য শিল্প। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বহু পুরোনো। এখন সেই পিঠা তৈরি এক অনন্য শিল্পরূপ লাভ করেছে আমাদের দেশে। বাঙালির চিরায়ত সংস্কৃতির উপকরণ হিসেবে পিঠার গুরুত্ব তুলে ধরাই জাতীয় পিঠা উৎসবের মূল উদ্দেশ্য।

আয়োজনকে আরও তাৎপর্যমণ্ডিত করতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসবে ৪০টি স্টলে পিঠা তৈরি ও বিপণনের পাশাপশি প্রাঙ্গণে দেশজ সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হবে বলেও বক্তারা জানান। পিঠা শিল্পীদের আগ্রহকে আরও বেগবান করার জন্য প্রতিবারের মতো নির্বাচক কমিটির বাছাইয়ের মাধ্যমে পাঁচজন শিল্পীকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/সা/জানুয়ারি ২২, ২০১৪)