দিরিপোর্ট২৪ গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের ঢাকা-রাজশাহী রেলরুটের এক কিলোমিটারের মধ্যে রেললাইনের পাশ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের বরাব, আহাকি ও ভান্নারা এলাকায় রবিবার রাতের যেকোন সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে চার যুবককে ফেলে দেয় দুর্বৃত্তরা। সকালে এলাকাবাসী ভান্নারা এলাকায় দুটি ও বরাব এলাকায় একটি মৃতদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে কমলাপুর রেলওয়ে থানায় পাঠায়। পরে বরাব থেকে সুমন (৩০) নামে অপর এক ট্রেনযাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

উদ্ধারকারীরা আহত সুমনের বরাত দিয়ে জানান, সুমন রাজশাহীগামী ট্রেনে রবিবার রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে ওঠেন। একদল ছিনতাইকারী তাকেসহ চার যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। আহত সুমন ঢাকার নিউমার্কেট এলাকায় রিকশা চালান। তিনি নওগাঁ জেলার ঘোষগ্রামের শামসুল হকের ছেলে।

শরীফ হাসপাতালের মালিক ডা. শরীফ খান জানান, সুমনের চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ০৭, ২০১৩)