জেনেভায় শুরু সিরিয়া শান্তি আলোচনা
দ্য রিপোর্ট ডেস্ক : তিন বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফায় শুরু হয়েছে সিরিয়া শান্তি আলোচনা।
জেনেভা হ্রদের তীরে মনট্রেক্সের একটি রিসোর্টে বুধবার এ আলোচনা শুরু হয়।
প্রথমবারের মতো সিরিয়ার সরকার ও বিরোধী দল মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছে। এই আলোচনায় পশ্চিমা দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, প্রতিনিধিরা এই শান্তি আলোচনার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তবে এই সম্মেলন নতুন সূচনার সম্ভাবনাকেও জাগিয়ে দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘একটি ঐক্যমতে পৌঁছানো সত্যিই খুব কঠিন। আমরা এরইমধ্যে মূল্যবান সময় ও অনেক প্রাণ হারিয়েছি।’
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক দুইপক্ষই। সম্মেলনের প্রাক্কালে সিরীয় সরকারের নির্যাতন ও হত্যার প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দুইপক্ষের মধ্যেই অবশ্য কিছু মতভেদ দেখা গেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ও রাষ্ট্র আমাদের এবং সিরিয়ার জনগণের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। কেউ প্রেসিডেন্সিকে স্পর্শ করতে পারবে না।’
এদিকে, বিদ্রোহীদের জোট ন্যাশনাল কোয়ালিশনের মহাসচিব বদর জ্যামুস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘অপরাধী বাশার আল-আসাদের পদত্যাগ চাই আমরা। একইসঙ্গে দেশের অবস্থায় পরিবর্তন ও খুনীদের বিচার চাই।’
দ্বিতীয় দফা শান্তি সম্মেলনের সাফল্য নিয়ে খুব বেশি আশা করছেন না আন্তর্জাতিক প্রতিনিধিরা। তারা এ সম্মেলনকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। সূত্র: বিবিসি
(দ্য রিপোর্ট/কেএন/সা/জানুয়ারি ২২, ২০১৪)