মাহাবুব উদ্দিনের জামিন স্থগিতে আদেশ দেয়নি চেম্বার
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে কোনও আদেশ না দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে মাহাবুব উদ্দিন খোকনের তিনটি মামলায় জামিন স্থগিত চেয়ে করা আবেদনে (নো-অর্ডার) কোনও আদেশ না দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’
বিএনপির চার নেতার জামিন স্থগিত চেয়ে সরকার পক্ষের করা এক আপিল বুধবার বিকেলে আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আদালত কোনও আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল রইলো।
আদালতের শুনানিতে আবেদন তথা রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সেলিম। বিএনপি নেতাদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, এডভোকেট আবদুল ওয়াহাব, জয়নুল আবেদিন ও নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রাগিফ রউফ প্রমুখ।
এর আগে, রমনা থানায়- ১টি ও মতিঝিল থানায়- ২টি মামলায় ১৬ জানুয়ারি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের জামিন দেন হাইকোর্ট। ওই আদেশের স্থগিতাদেশ চাওয়া হয়েছিল আপিল আবেদনে।
জামিন আবেদন স্থগিত চেয়ে করা আপিল আবেদনে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ছাড়া বিএনপির অন্য নেতারা হলেন, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এমকে আনোয়ার এমপি।
ভাংচুর ও বিস্ফোরণের ঘটনায় ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় পুলিশ দুটি মামলা করে ব্যারিস্টার মওদুদ আহমদ ও এমকে আনোয়ারের বিরুদ্ধে। পরে ৮ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানি আগামী সপ্তাহে হবে বলে জানান তার আইনজীবীরা। তিনি এখন জামিনে মুক্ত রয়েছেন। বুধবার সকালে মাহাবুব উদ্দিন খোকন গাজীপুর জেল থেকে মুক্তি পেয়েছেন বলে জানান এডভোকেট জয়নুল আবেদীন।
দলটির অপর দুই নেতা মওদুদ ও এমকে আনোয়ার হাইকোর্টের জামিন আদেশের পরও অন্য মামলায় তারা আটক রয়েছেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/আরকে/জানুয়ারি ২২, ২০১৪)