দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে ৬০ দিনের জরুরি অবস্থার মধ্যেই গুলিবিদ্ধ হলেন দেশটির সরকারপন্থী এক নেতা। বুধবার সরকারপন্থী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ওয়ানচেই প্রাইপানা নামের ওই নেতা দেশটির উত্তরের উদন থানি শহরের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন। তিনি স্থানীয় এক রেডিও স্টেশনের উপস্থাপক ছিলেন। ২০১০ সালে ব্যাংককের বিক্ষোভে ওয়ানচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

থাইল্যান্ডের সরকার মঙ্গলবার রাতে রাজধানী ব্যাংকক ও এর আশপাশের তিনটি প্রদেশে জরুরি অবস্থা জারি করে। এর ফলে সরকার যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধকরণ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের ক্ষমতা পেল।

সরকারপন্থী ও বিরোধীদের মধ্যে চলমান সহিংসতা নিয়ন্ত্রণ করতে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দাবি সরকারের।

বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার তার ভাই থাকসিন সিনাওয়াত্রার দ্বারা প্রভাবিত। তারা গত নভেম্বর থেকে লাগাতার বিক্ষোভ করে আসছেন।

ইংলাক পদত্যাগে অসম্মতি জানিয়ে ২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তবে বিরোধীরা এ নির্বাচন বর্জন করেছে।

(দ্য রিপোর্ট/এআইএম/ডব্লিউএস/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)