সাতক্ষীরায় দুই শিবিরকর্মীর কারাদণ্ড
সাতক্ষীরা সংবাদদাতা : নাশকতার পরিকল্পনা করার অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতাবাজার থেকে গ্রেফতারকৃত দুই শিবিরকর্মীকে পৃথক মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন তাদেরকে এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে ইয়াহিয়া খান (২৪) ও দেবহাটা উপজেলার মাটিকামড়া গ্রামের আফছার আলীর ছেলে আক্তার হোসেন লাভলু (২৫)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আযম খান জানান, উপজেলার নলতাবাজারে কয়েকজন জামায়াত শিবিরকর্মী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে নলতাবাজারের একটি দোকান থেকে তাদেরকে আটক করেন। বুধবার সকালে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন। এ সময় লাভলুকে দুই বছর ও ইয়াহিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের আদেশক্রমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমআরইউ/এপি/জানুয়ারি ২২, ২০১৪)