ব্যবসাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান
দ্য রিপোর্ট প্রতিবেদক : আত্মঘাতী রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ব্যবসাকে সকল রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ‘মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এমসিসিআই)।
সচিবালয়ে বুধবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎকালে এমসিসিআই নেতারা এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এমসিসিআই’র পক্ষ থেকে এ সময় নয়টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এগুলো হচ্ছে- রাজনৈতিক অস্থিরতা দূর করা, সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সুদৃঢ় করা, বিনিয়োগ পরিবেশ উন্নত করা, পিপিপির উদ্যোগ কার্যকর করা, বাংলাদেশী বিনিয়োগকারীদের দেশের বাইরে বিনিয়োগের অনুমতি প্রদান, অর্থনৈতিক জোনসমূহের উন্নয়ন করা, বহির্বিশ্বে দেশের ইমেজ বাড়ানো ও সাপ্তাহিক ছুটি পুনর্নির্ধারণ করা।
সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রসঙ্গে এমসিসিআই সুষম মুদ্রানীতি প্রণয়ন, সরকারের ব্যাংক ঋণ কমিয়ে আনা, রাজস্ব আদায় বাড়াতে করের আওতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে সুশাসনের সুপারিশ করেছে।
এমসিসিআই’র সুপারিশসমূহের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, এ গুলো বাস্তবায়নে সময় লাগবে। সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়টি এখানে জড়িত।
প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী জানান, এলএনজি (তরল গ্যাস) আমদানির জন্য টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও দরপত্র আহ্বান ও ঠিকাদারের জটিলতার কারণে এটা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে উন্মুক্ত (ফ্লোটিং) দরপত্র প্রক্রিয়া অনুসরণের চিন্তা-ভাবনা চলছে। আর এ কারণে এটাকে পিপিআর থেকে অব্যাহতি দেওয়া হবে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী এটি অনুমোদন করেছেন বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/এনআই/জানুয়ারি ২২, ২০১৪)