হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে ফলের স্বর্গ কেন্ট
বিনোদন প্রতিবেদক : কৃষি বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম কার্যক্রম চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রচার হচ্ছে যুক্তরাজ্যের কৃষিচিত্র নিয়ে চার পর্বের প্রতিবেদন। শনিবার ২ নভেম্বর রয়েছে এর দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রচারিত হবে যুক্তরাজ্যের ফলের স্বর্গ খ্যাত কেন্ট-এর আপেল ও স্ট্রবেরি খামারের ওপর বিশেষ প্রতিবেদন।
কেন্টে প্রায় শত বছর ধরে শত শত হেক্টর জমিতে আবাদ হচ্ছে আপেল, স্ট্রবেরিসহ নানান জাতের ফল। সেখানেও রয়েছে বড়-মাঝারি ও ক্ষুদ্র কৃষক। যারা সেদেশের ফল ও ফলজাত খাদ্যপণ্যের সিংহভাগ সরবরাহ করছেন। কেন্টের বিশাল ফল উদ্যান, ফল বাছাই ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বিশেষ প্রতিবেদনে। শাইখ সিরাজের পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ৯টা ৩৫মিনিটে।
(ওএস/এইচএসএম/অক্টোবর ৩১, ২০১৩)