বগুড়ায় বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের হরতাল
বগুড়া সংবাদদাতা : শিবির নেতা ও স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল বাকী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত-শিবির। এর আগে সোমবার বিকেলে জেলা ১৮ দলের সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপিল করার প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডেকেছিল।
বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন বুধবার বিকেলে জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও বিয়াম স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল বাকীকে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হত্যা করে। তার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
এ দিকে সোমবার বিকেলে জেলা ১৮ দলের সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপিল করার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)