দিরিপোর্ট২৪ ডেস্ক : তাইওয়ানে বৃহস্পতিবার ৬.৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

দেশটির রাজধানী তাইওয়ানের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের ফলে বড় বড় বিল্ডিংগুলো কেঁপে ওঠে। মানুষজন ভয়ে চিৎকার শুরু করে।

মার্কিন ভূমি জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি তাইওয়ানের উপকূলীয় শহর হুয়া-লিয়েনের দক্ষিণ-পশ্চিমে ৪৫ কিলোমিটার দূরে ৯.৩ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)