ইজতেমা ময়দানে র্যাবের মহাপরিচালক
গাজীপুর সংবাদদাতা : র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্বইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন।
তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ইজতেমা ময়দানে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দানে র্যাবের পক্ষ থেকে সিসিটিভি, ওয়াচিং টাওয়ার, হেলিকপ্টার টহল ছাড়াও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এ আয়োজনে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত সে ধরনের তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি।
বিশেষ কোনো দেশের ব্যাপারে আলাদা নজরদারি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, যারা বাইরের দেশ থেকে আসবে তাদের সবার প্রতি আমাদের নজরদারি থাকবে।
(দ্য রিপোর্ট/এমএফ/এমএইচও/সা/জানুয়ারি ২২, ২০১৪)