বৃহস্পতিবার জামায়াতের দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, গুম, বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর বন্ধের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মিছিল ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘দেশে চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস। জনগণের জানমাল আজ বিপন্ন ও বিধ্বস্ত। সরকার যৌথবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে নিরীহ মানুষকে নির্দয়, নিষ্ঠুরভাবে হত্যা করছে। অষ্টম শ্রেণির স্কুলছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না।’
ডা. শফিকুর বলেন, ‘১৮ জানুয়ারি সাতক্ষীরায় শিবিরকর্মী আবু হানিফ, ১৯ জানুয়ারি সীতাকুণ্ডে শিবিরকর্মী মোশারফ হোসেন, ২০ জানুয়ারি মেহেরপুরে জামায়াত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ২১ জানুয়ারি গাইবান্ধায় শিবিরকর্মী শাহানুর রহমানসহ দুই সপ্তাহে যৌথবাহিনী গুলি চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ২৬ জন নেতাকর্মীকে হত্যা করেছে। ২১ জানুয়ারি ছাত্রলীগের সন্ত্রাসীরা বগুড়ায় জামায়াতকর্মী বাকী বিল্লাহকে নির্মমভাবে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘সরকারের সন্ত্রাসে সর্বত্রই উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো মানুষই শান্তিতে, স্বস্তিতে নেই। সরকার জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।’
(দ্য রিপোর্ট/কেএ/এমএইচও/সা/জানুয়ারি ২২, ২০১৪)