কুষ্টিয়ায় ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক
কুষ্টিয়া সংবাদদাতা : জেলা শহরের চর আমলাপাড়া বাঁধপাড়া বস্তির একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, রিভলবার, এলজি ও ১০ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
কুষ্টিয়া র্যাব ক্যাম্পের স্কোয়ার্ডন লিডার কৌশিক আহমেদ রাজিব দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেল সাড়ে ৩টায় র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা শহরের চর আমলাপাড়ার বাঁধপাড়া বস্তির একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে অস্ত্র কেনাবেচার সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি দেশি তৈরি এলজি ও ১০ রাউন্ড গুলিসহ ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হচ্ছেন- কুষ্টিয়া খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের আব্দুস সালাম (৪৫), একই গ্রামের শাজাহান আলী (৩৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী মোহাম্মদপুর গ্রামের ফুলসাদ (৪০) ও গিয়াস উদ্দীন (৪০)।
(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/সা/জানুয়ারি ২২, ২০১৪)