সিরাজগঞ্জে বিএনপি নেতা আটক
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে বিএনপির অঙ্গসংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জেলা ট্রাক মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাসিনুল হক হাসুকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, ২৭ নভেম্বর সন্ধ্যায় শহরের খেদন সর্দার মোড়ে বিএনপি ও পুলিশের সংঘর্ষ চলাকালে ডিবির এসআই রেজাউল করিম আকন্দের গুলিসহ পিস্তল ছিনতাই মামলায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/ এনআই/জানুয়ারি ২২, ২০১৪)