দিনাজপুরে ১১ লাখ টাকার মাদকদ্রব্য আটক
দিনাজপুর সংবাদদাতা : জেলার ফুলবাড়ী উপজেলায় ১১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি-৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লুৎফুল করিম দ্য রিপোর্টকে জানান, লক্ষ্মীপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে যেতে দেখে ধাওয়া করে। এ সময় বহনকারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা বস্তা খুলে প্রায় ১১ লক্ষ টাকার মদ তৈরির ট্যাবলেট, ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/এনআই/জানুয়ারি ২২, ২০১৪)