দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি সিকিউরিটি ফার্ম জানিয়েছে, তাদের হাতে প্রমাণ আছে যে, রাশিয়ার গোয়েন্দাবাহিনী আমেরিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন কোম্পানির শতশত কম্পিউটার হ্যাক করেছে। খবর এনডিটিভির।

এর ফলে রাশিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং অর্থনৈতিক উদ্দেশ্যে সাইবার হামলার অভিযোগ আনা হল।

ক্রাউডস্ট্রাইক নামের ওই সিকিউরিটি ফার্মের দেওয়া তথ্য মতে, এ হামলার ফলে জ্বালানি ও প্রযুক্তিখাতসহ বিশ্বের বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের মূল্যবান বুদ্ধিবৃত্তিক সম্পদ হারিয়েছে। তবে ফার্মটি হ্যাক হওয়া কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি।

এ দিকে ক্রাউডস্ট্রাইকের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

ক্রাউডস্ট্রাইকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা দিমিত্রি অ্যালপেরভিচ জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে রাশিয়ান কোম্পানিগুলোকে সহযোগিতা করার জন্য দেশটির সরকারের মদদে এই সাইবার হামলা চালানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/জানুয়ারি ২২, ২০১৪)