পাবনায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
পাবনা সংবাদদাতা : জেলা শহরের শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সুজনকে (৩৫) আটক করেছে র্যাব।
আটক সুজন (৩৫) পাবনা পৌর সদরের কালাচাঁদপাড়া মহল্লার মোজাফফর হোসেনের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিএডি বখতিয়ার হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নাশকতার উদ্দেশ্যে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ সুজনকে আটক করা হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এএস/জানুয়ারি ২২, ২০১৪)