কক্সবাজার সংবাদদাতা : অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারে ৪৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

কক্সবাজার বাস টার্মিনাল ও টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্টে বৃহস্পতিবার রাত ৯টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফের দমদমিয়া বিজিবি চেকপোস্ট আটক করা হয়েছে ৮ জনকে। ওই আটজন ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে দিরিপোর্ট২৪কে জানিয়েছেন বিজিবি টেকনাফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে, কক্সবাজার বাস টার্মিনাল থেকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য জড়ো হওয়া ৪০ জনকে আটক করেছে র‌্যাব ৭-এর একটি দল। আটকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে দিরিপোর্ট২৪কে জানিয়েছেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরওয়ার-ই আলম।

এর আগে বৃহস্পতিবার সকালে উখিয়ায় মালয়েশিয়াগামী আরো ১০ যাত্রীকে আটক করা হয়েছিল।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ০১, ২০১৩)