দিনাজপুরে ফেনসিডিলসহ আটক দুই
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। সদর উপজেলার রামসাগর মোড় এলাকা থেকে বুধবার রাত ১০টায় তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার রামসাগর মোড় সৈনিক মার্কেটের অভ্যন্তরে ফেনসিডিল বিক্রি করার সময় মাজেদুর রহমান (৪৭) ও মমিনুর রহমান (২৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর আব্দুল মোনায়েমের নেতৃত্বে দলটি অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাৎক্ষণিক স্থানীয় দুই ব্যক্তির ফাঁকা জব্দ তালিকায় স্বাক্ষর গ্রহণ করেন ইন্সপেক্টর।
রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় খোঁজ নিয়ে জানা যায়, আটক মাদক বিক্রেতাদের মাত্র ১৫ বোতল ফেনসিডিল দেখিয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে।
(দ্য রিপোর্ট/এমআইআর/এএস/জানুয়ারি ২৩, ২০১৪)