সম্প্রতি একটি টিকিট পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। টিকিটটি পেয়ে সবাইকে বলছেন, এর মূল্য এখন ২৫ লাখ টাকা। কিন্তু তার কথা অনেকেই বিশ্বাস করছেন না। আসলেই কি চঞ্চল লটারিতে পুরস্কার জিতেছেন। এমনই একটি গল্পের নাটক লিখেছেন বৃন্দাবন দাস। নাম ‘টিকিট’। নাটকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।

সম্প্রতি একটি টিকিট পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। টিকিটটি পেয়ে সবাইকে বলছেন, এর মূল্য এখন ২৫ লাখ টাকা। কিন্তু তার কথা অনেকেই বিশ্বাস করছেন না। আসলেই কি চঞ্চল লটারিতে পুরস্কার জিতেছেন।

এমনই একটি গল্পের নাটক লিখেছেন বৃন্দাবন দাস। নাম ‘টিকিট’। নাটকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে।

এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আরও আচেন শাহানাজ খুশি, তারিক স্বপন, হীরা প্রম‍ুখ।

নাটকটি নিয়ে নিমার্তা জানান, গ্রামের ঠকবাজ যুবক চঞ্চল। একটি লটারির টিকিটে পুরস্কার জিতেছে বলে গ্রামের মানুষের সঙ্গে নানা কাণ্ড ঘটায়। আসছে কোরবানি ঈদে যে কোনো একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে আশা করছি।