কুড়িগ্রাম-৪ আসনে স্থগিত ২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের স্থগিত ২টি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। কেন্দ্র ২টিতে সেনাবাহিনী নিযুক্ত না থাকলেও ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল ১১টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে রৌমারী কেরমতিয়া সিনিয়র মাদ্রাসা ও চর বন্দবের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে দেশের অন্য ৭টি আসনের সঙ্গে ১৬ জানুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের হাইকোর্টে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ১৯ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও জেপি প্রার্থী রুহুল আমিনের আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে পুনরায় ২৩ জানুয়ারি স্থগিত কেন্দ্র দুটিতে ভোটগ্রহণের নির্দেশ দেন সুপ্রিম কোর্টে।
ওই কেন্দ্র দুটিতে ৭ হাজার ২৫৭ জন ভোটার রয়েছেন। এই আসনে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুহুল আমিন (বাইসাইকেল) ৬ হাজার ৫৯৮ ভোটে আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাকির হোসেনের (নৌকা) চেয়ে এগিয়ে আছেন।
১০৪টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে মোঃ জাকির হোসেন (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ৯৪৬ ভোট, রুহুল আমিন (সাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৫৪৪ এবং স্বতন্ত্র আব্দুল মোতালিব (হাঁস প্রতীক) পেয়েছে ১ হাজার ৯৪৭ ভোট।
(দ্য রিপোর্ট/ জেএই/ এমডি/এএল/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)