সিলেট বিভাগে গ্রেফতার ১০৯
সিলেট অফিস : সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০৯ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভাগের ৪ জেলার বিভিন্ন উপজেলায় ও নগরীর আওতাধীন ৫ থানায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সিলেটের অতিরিক্ত ডিআইজি এম. সাখাওয়াত হোসাইন দ্য রিপোর্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট রেঞ্জের সিলেট জেলা পুলিশ ২৩ জন, মৌলভী বাজার ২২, হবিগঞ্জ ২৪ ও সুনামগঞ্জ জেলা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করে।
এদিকে, সিলেট মহানগর পুলিশ বৃহস্পতিবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ূব নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমজেসি/এফএস/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)