রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় ভর্তি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন এসবি সদস্য মুজিবর রহমান, বিনোদপুর গেটের গার্ড নজরুল ইসলাম। ভর্তি পরীক্ষার্থী মুসফিকা, শারমিন।

মুজিবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মতিহার থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে এক যুবক। গেটে দায়িত্বরত গার্ড তার শরীর তল্লাশি করতে গেলে সে তার সঙ্গে থাকা ককটেল পাশে ছুড়ে ফেলে পালিয়ে যায়। এ সময় ককটেলটি বিস্ফোরণ ঘটলে গার্ডসহ চার জন আহত হয়। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।’

(দ্য রিপোর্ট/এমএএ/এমসি/এএল/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)