ঝিনাইদহে একজনকে হত্যা, ছেলে আটক
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া মাঠে আব্দুল গণি ওরফে রহিম (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের মাদকাসক্ত ছেলে তাইরুলকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল গণি উপজেলার বলিদাপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে। তাকে বুধবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের আব্দুল গণি খুনতলা মাঠের মধ্যে বটগাছের নিচে একটি ঝুপড়ি ঘরে বসবাস করত। গত রাতে কে বা কারা তাকে কুপিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে বলিদাপাড়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহত আব্দুল গণি ওরফে রহিমের মাদকাসক্ত ছেলে তাইরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত আব্দুল গণি সারাদিন ভিক্ষা করে রাতে বটগাছের নিচে ঝুপড়ি ঘরে থাকত বলে পুলিশ জানায়।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)