বান্দরবান সংবাদদাতা : বান্দরবান বার অ্যাসোসিয়েশন ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বৃহস্পতিবার সকালে শহরের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নবনির্মিত বার অ্যাসোসিয়েশন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে জেলা ও দায়রা জজ মো. হেলাল হোসেন, যুগ্ম জেলা জজ মসলেম উদ্দিন খান, বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি আমিনুর রশীদ, বান্দরবান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে পার্বত্য প্রতিমন্ত্রী জজ কোর্টে আইনজীবী সমিতি এবং জেলা প্রশাসক মিলনায়তনে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, ‘সকলের প্রচেষ্টায় শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজম’সহ সর্বক্ষেত্রে এগিয়ে যাবে এ অঞ্চল। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বান্দরবানে ধাপে ধাপে অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে পর্যটন শিল্পে।’

(দ্য রিপোর্ট/এএসবি/এমসি/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)