কুড়িগ্রামে অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে অপহরণের ৪ দিন পর স্কুলছাত্র রায়হানের (১৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রায়হানের বাবার নাম এরশাদুল হক। রায়হান কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
এরশাদুল হক জানান, শনিবার সকাল ১১টায় রায়হান নিখোঁজ হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইলে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ পাওয়ার পরও রায়হানকে হত্যা করে অপহরণকারীরা। পরে ফোন নম্বর থেকে অপহরণকারী সোহাগকে আটক করে পুলিশ। সোহাগ বাড়ির ভাড়াটে। সোহাগ দশম শ্রেণীর কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পুলিশকে দেওয়া সোহাগের তথ্য মতে অভিযান চালিয়ে লালমনিরহাট নয়ারচড় এলাকায় বালুর নিচে পুঁতে রাখা রায়হানের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহটি ময়নাতদন্ত শেষে কুড়িগ্রাম আনা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত অন্য কাউকে আটক করতে পারেনি।
(দ্য রিপোর্ট/জেআই/এফএস/এমসি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)