বগুড়ায় বিএনপি-জামায়াতের হরতাল চলছে
বগুড়া সংবাদদাতা : বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার আপিল করায় এবং স্থানীয় শিবির নেতা আব্দুল্লাহ আল বাকী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রতিবাদে এই হরতাল ডাকে জেলা জামায়াত ও বিএনপি ।
হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে সাতমাথায় পত্রিকাবাহী ট্রাক ভাংচুর করে। এ সময় পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। হরতাল চললেও শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যথারীতি চালু আছে। আন্তঃজেলা বাস না চললেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
বগুড়া সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. গাজিউর রহমান বলেন, জেলার পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের সাতমাথায় সকালে মিছিল থেকে পত্রিকাবাহী ট্রাক ভাংচুর করলে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে।
উল্লেখ্য, বুধবার বিকেলে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর হোসাইন শিবিরের সাবেক সেক্রেটারি ও বিয়াম স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল বাকীকে হত্যার প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এ দিকে, গত সোমবার বিকেলে জেলা ১৮ দলের সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপিল করার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এএইচ/এইচএসএম/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)