রংপুর সংবাদদাতা : হরতালে নেতাকর্মীদের ওপর রাষ্ট্রীয় ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হত্যা ও মামলার প্রতিবাদে বৃহস্পতিবার রংপুর মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে রংপুর বিভাগকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি নেতারা।

বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির আহ্বায়ক মু্ক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের নেতৃত্বে দুপুরে গ্র্যান্ড হোটেল মোড়ে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে এসে সমাবেশ করে।

বিক্ষোভে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শাহিদা রহমান জোসনা, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সামসুজ্জামান সামু, শহিদুল ইসলাম মিজু, যুবদল সভাপতি রইচ আহমেদ, সেক্রেটারি আনিছুর রহমান লাকু, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবদুস সালাম, ছাত্রদল সেক্রেটারি মনিরুজ্জামান হিজবুলসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পুলিশকে সরকারি দলের গোলাম উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, হত্যা, নির্যাতন, হামলা ও মামলা বন্ধ না করলে রংপুর বিভাগ অচল করে দেওয়া হবে।

সমাবেশে আরও বলা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ যদি আর বাড়াবাড়ি করে, তবে তাদের দেখামাত্রই প্রতিহত করা হবে।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/জেএম/নভেম্বর ০১, ২০১৩)