ফরিদপুরে অস্ত্রসহ আটক ৩
ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করেছে।
গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গড়িয়াদহ এলাকা থেকে অস্ত্রসহ বাদল সরকার (৪০), শুভ মণ্ডল (২৫) ও রাম বিশ্বাসকে (২৬) আটক করে।
ফরিদপুর র্যাব-৮ এর ডিএডি আলী হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারেন মধুখালীর গড়িয়াদহ এলাকায় দীর্ঘদিন ধরে তারা দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রি করে আসছিল। এমন সংবাদে তারা পূর্ব থেকে গড়িয়াদাহ এলাকায় অপেক্ষা করতে থাকে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাদল সরকার তার তিন সহযোগীকে নিয়ে একটি মোটরবাইক যোগে ঘটনাস্থলে এলে তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করা হয়। বাদলের লুঙ্গির ভেতর থেকে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় বাদল জানায়, সে নিজেই অস্ত্রটি তৈরি করেছে। পরে তার দেওয়া তথ্য মতে তার বাড়ি থেকে র্যাব ১টি পাইপগান, ৬টি চাপাতি, ৪টি ছ্যান, ৪টি হাতুরি, ২টি ছোরা ও পাইপগান তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরবাইক উদ্ধার করা হয়।
তাদের মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তারন্তরের প্রক্রিয়া চলছে।
(দ্য রিপোর্ট/এসএইচ/এমসি/এএল/জানুয়ারি ২৩, ২০১৪)