দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের একটি চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও অপর দুইজন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

রাজধানী কায়রো থেকে একশ’ কিলোমিটার দূরে বেনি সুয়েফ প্রদেশে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই মোটরসাইকেল আরোহী চেকপয়েন্টে এসে পুলিশ সদস্যদের গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে অভিযান শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

গত বছরের জুলাইতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে দেশটিতে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা বেড়ে গেছে। ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কমপক্ষে আড়াইশ’ নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ২৩, ২০১৪)