যশোর সংবাদদাতা : সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘২০১৩ সালে সীমান্তে সবচেয়ে কম হত্যা হয়েছে। সীমান্তে হত্যা বন্ধে সরকার ও বিজিবির তৎপরতার কারণেই এই সাফল্য বলে তিনি দাবি করেন।’

বিজিবি মহাপরিচালক বৃহস্পতিবার সকালে যশোরের ঝুমঝুমপুরে বিজিবির ২৬ ব্যাটালিয়নের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সময় এ কথা বলেন।

তিনি বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড শূণ্যের কোঠায় আনতে দিল্লির সঙ্গে সরকার ও বিজিবি নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।’

সম্প্রতি বেনাপোল-পেট্রাপোলে সম্পন্ন রিট্রিট সেরিমনির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির সুবিধার্থে এটি করা হয়।’ পর্যায়ক্রমে তা অন্যান্য সীমান্তপোর্টেও করা হবে বলে তিনি জানান। সীমান্ত পাহারার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের প্রায় ৪ হাজার দুইশ কিলোমিটার সীমান্ত এলাকা। যেখানে প্রতি ৪ থেকে ৫ কিলোমিটার অন্তর বিএসএফের সীমান্ত চৌকি রয়েছে। আর আমাদের ১৫ থেকে ১৬ কিলোমিটার অন্তর একটি। তা ছাড়া সীমান্ত পাহারায় আমাদের প্রয়োজনীয় জনবল নেই। একইসঙ্গে লজিস্টিক সাপোর্টও কম।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে মায়ানমার সীমান্তে ৪৫ কিলোমিটার, পাহাড়ী অঞ্চলে ১৫৬ কিলোমিটার এবং অন্যান্য সীমান্তে ১৩৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।’ এগুলো সম্পন্ন হলে সীমান্ত এলাকা পাহারা দ্রুত ও সহজ হবে বলে তিনি জানান।

নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়া ও মণিরামপুর উপজেলার হাজরাইল ঋষিপল্লীতে দুই গৃহবধূ গণধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যা হারিয়েছেন সরকার সেটি ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করা সম্ভব।’

তিনি জানান, ক্ষতিগ্রস্ত মালোপাড়ার বাসিন্দাদের জন্য ৬৩টি এবং হাজরাইল ঋষিপল্লীতে দুটি মোট ৬৫টি পাকাঘর বিজিবির তত্ত্বাবধানে করে দেওয়া হচ্ছে। সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘গতবছরে দেশের সীমান্ত এলাকায় মোট ৩৮টি হত্যাকাণ্ড ঘটেছে। সব হত্যাকাণ্ড বিএসএফ কর্তৃক নয় দাবি করে তিনি বলেন, তাদের তদন্তে এসেছে এর মধ্যে কেউ কেউ তাদের আত্মীয় স্বজনের হাতেও খুন হয়েছেন।’

তিনি বলেন, ‘ভারতীয় সীমান্তে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফিউ থাকে। যা সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকেই জানেন না। তিনি সে সব এলাকার মানুষের প্রতি আহ্বান জানান তারা যেন ওই সময়ে সীমান্ত এলাকা পার না হন।’

মত বিনিময়সভায় ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, সীমান্তে চোরাচালান বন্ধে যশোর অঞ্চল দেশের প্রথম স্থান লাভ করেছে। সে কারণে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পদকে তারা মনোনীত হয়েছেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দক্ষিণ-পশ্চিম জোন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল নূরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএম/এমসি/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)