দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রয়াত বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ব্রোঞ্জের ৩০ ফুট দীর্ঘ মূর্তির কানের ভেতরে গোপনে স্থাপন করা হয়েছে ছোট্ট খরগোশের মূর্তি।

ভাস্কররা সরকারের অনুমোদন ছাড়াই মুর্তির কানে খরগোশের মূর্তিটি স্থাপন করেছে। সরকার অবশ্য খরগোশের মূর্তিটি অপসারণের নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে দেশটির শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র মোগোমোস্টি মোগোদিরি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা মূর্তিটির মর্যাদা ফিরিয়ে আনতে চাই।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক হয়নি। কারণ নেলসন ম্যান্ডেলার কানে কখনোই খরগোশ ছিল না।’

সরকারের তরফ থেকে বলা হয়েছে, স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশের আগে তারা বিষয়টি জানতোই না।

এদিকে, ম্যান্ডেলার মূর্তিটির ভাস্কর আন্দ্রে প্রিনস্লো ও রুহান জ্যানস ভ্যান তাদের কাজের স্মারক হিসেবে মূর্তির কানে খরগোশ স্থাপন করেছিলেন। তারা বিনা অনুমতিতে এ ধরনের কাজ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

দক্ষিণ আফ্রিকার ঐক্য ও জাতিগত সম্মেলনের প্রতীক হিসেবে ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরদিন প্রিটোরিয়ায় তার মূর্তিটি উন্মোচন করা হয়।

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা গত বছরের ৫ ডিসেম্বর মারা যান। (সূত্র: এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)