লভ্যাংশ সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রাইম টেক্সটাইল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের লভ্যাংশ সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারীরা আগামী ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন। আলোচ্য সময়ে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানির শেয়ার বিভাগ ১১/৩ (৫ম তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে।
এর আগে গত ৩১ অক্টোবর প্রাইম টেক্সটাইল ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)