রানা প্লাজায় পুনরায় উদ্ধার কাজ শুরুর দাবিতে মানববন্ধন
সাভার সংবাদদাতা : সাভারে রানা প্লাজায় নতুন করে উদ্ধার কাজ শুরু করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরাসহ বিভিন্ন সংগঠন। সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ধসে পড়া রানা প্লাজার সামনে শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজার ভবন ধসের নয় মাস পার হয়ে গেলেও, এখনও ধ্বংসস্তূপের ভেতরে থেকে মানুষের হাড় ও মাথার খুলি পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময়েই স্থানীয় পথশিশুরা লোহা কুড়াতে গিয়ে খুঁজে পাচ্ছে মানুষের দেহাবশেষ। এ সময় তারা অবিলম্বে রানা প্লাজার ধ্বংসস্তূপে পুনরায় উদ্ধার কাজ পরিচালনা করার জন্য আহ্বান জানান।
ভবন ধসের নয় মাস পার হলেও নিখোঁজ অনেক শ্রমিকের এখনও সন্ধান পাওয়া যায় নাই। নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ করে আহত ও নিহত শ্রমিকদের স্বজনদের মধ্যে ক্ষতিপূরণ ও তাদের পুনর্বাসনের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/আরকে/জানুয়ারি ২৩, ২০১৪)