দ্য রিপোর্ট ডেস্ক : কন্টাক্ট মিউজিকের রিপোর্ট অনুযায়ী ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ খ্যাত অভিনেত্রী ক্যারি মুলগ্যান বললেন, ‘বিয়ে আমাকে নিরাপত্তা দিয়েছে।’

২৮ বছর বয়সী এ তারকা ২০১২ সালে ‘মামফোর্ড এন সনস’ খ্যাত গায়ক মার্কাস মামফোর্ডকে বিয়ে করেন। তার মতে, ব্যক্তিগতভাবে তিনি তার জীবনসঙ্গী নিয়ে সুখেই আছেন এবং বিয়ে তার জীবনকে নিরাপত্তা দিয়েছে। তাকে আত্মবিশ্বাসী করেছে যা তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে বলে তিনি মনে করেন।

‘গার্ডিয়ান নামক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের পূর্বে আমি একজন ফটোগ্রাফারের সামনেও ভালো করে দাঁড়াতে পারতাম না। যেখানে আমি পার্টিতে যেতে অথবা কোনো রেড কার্পেটে দাঁড়িয়ে থাকতে ভয়ে কাঁপতাম কিন্তু এখন অনায়াসেই আমি এ সব করতে পারি।’

ইনসাইড লিউন ডেভিস’ খ্যাত এ তারকা হলিউডে পদার্পণ করে একদিনেই খ্যাতি লাভ করেননি। নিজেকে প্রতিষ্ঠা করতে কঠোর জীবন সংগ্রামে লিপ্ত হতে হয় তাকে। অবশেষে ২০০৯ সালে তার অভিনীত মুভি ‘অ্যান এডুকেশন’ বক্স অফিসে সকল রেকর্ড ভঙ্গ করে এবং এ মুভিতে অভিনয়ের জন্য তিনি অস্কার মনোনয়ন লাভ করেন। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/সা/জানুয়ারি ২৩, ২০১৪)