জার্মান সংসদ সদস্যদের সঙ্গে বিএনপির মতবিনিময়
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের চলমান রাজনীতি, সহিংসতা ও বিরোধীদলের ওপর সরকারের নির্যাতন-নিপীড়নের বিষয়ে জার্মানির সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপির জার্মান শাখা। জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রেজার নেতৃত্বে বুধবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার বিষয়ে জার্মান বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রেজা দ্য রিপোর্টকে জানান, জার্মান সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশের বর্তমান অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের খুন-গুম-হত্যা, জেল-জুলুম, বিরোধীদলের ওপর নির্যাতন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিকের ভোটাধিকার হরণ করে প্রহসনের পাতানো নির্বাচন সম্পর্কে তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এ ছাড়া সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
মাসুদ জানান, সংসদ সদস্যরা অতি দ্রুত জার্মানির জাতীয় সংসদে এ বিষয়ে বিল উত্থাপনের ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের অবৈধ সরকার ক্ষমতায় এসে মসনদ পাকাপোক্ত করার লক্ষ্যে যৌথবাহিনীর আবরণে ভাড়াটিয়া বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষ হত্যা করছে। রাতের আঁধারে বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছে। ভিন্নমত পোষণ ও সত্য প্রকাশের কারণে সংবাদপত্র বন্ধ করে দিচ্ছে।’
জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘বাংলাদেশ আজ ক্ষমতালোভী বাকশালীদের হিংস্র থাবায় ক্ষত-বিক্ষত। গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা, নাগরিকদের মৌলিক অধিকার কারারুদ্ধ। স্বাধীনতা আজ হুমকির মুখে।’
তিনি বলেন, ‘বিদেশি কূটনীতিকদের দাওয়াত দিয়ে নিজের জনগণকে জঙ্গি আখ্যায়িত করে প্রবাসী বাংলাদেশিদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে আওয়ামী সরকার। আমরা চাই সমস্ত হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির উন্নয়ন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এ দাবী আজ জনদাবী। সরকারকে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জার্মান বিএনপি নেতা হাসান ইকবাল, আব্দুস নুর, সাঈদ লাভলু আলী, আনিসুর রহমান, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, মো. শামিম, আহসান, দেলোয়ার হোসেন ঝণ্টু, এমএইচ রুমেল, মিল্লাত, আব্দুল মতিন প্রমুখ।
(দ্য রিপোর্ট/টিএস/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)