‘লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়’
সিলেট অফিস : বিএনপির সমালোচনা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নিরীহ মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। এ দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে প্রয়োজনে আবারও রক্ত দেবে।’
সিলেটের বিয়ানীবাজার উপজেলা চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত বৃহস্পতিবার দুপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজনীতি হোক আর ব্যক্তিগত কাজ হোক কোনো মানুষেরই এমন কোনো কাজ করা উচিৎ নয়, যে কাজের জন্য পরে লজ্জিত হতে হয়। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলে আস্থা অর্জন করা সম্ভব। এতে সাফল্য আসে।’
রাজনীতির সহিংসতার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণকে অত্যাচার করা, ককটেল, পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা কোনো জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের কাজ হতে পারে না।’
উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, সহ-সভাপতি ময়নুল ইসলাম ও নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক গোলাম কিবরীয়া, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ ও শিক্ষাবিদ আলী আহমদ প্রমুখ।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো বিয়ানীবাজার আসেন শিক্ষামন্ত্রী। তিনি সকালে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
(দ্য রিপোর্ট/এমজে/এফএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)