সিরাজগঞ্জে চোরের হাতে গৃহকর্তা খুন
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অজিত চক্রবর্তী (৪৫) নামের এক গৃহকর্তাকে শ্বাসরোধে হত্যা করেছে সংঘবদ্ধ চোরের দল। বৃহস্পতিবার ভোর রাতে থানার ভূইয়াগাতিতে এ ঘটনা ঘটে।
নিহত অজিত চক্রবর্তী রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূইয়াগাতি গ্রামের কান্ত চক্রবর্তীর ছেলে।
রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল কবির দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বৃহস্পতিবার ভোর রাতে অজিত চক্রবর্তীর বাড়িতে হানা দেয় একটি সংঘবদ্ধ চোরের দল। তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, মালামাল ও গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে চুরি করা গরু ও জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। এদিকে হাত-পা ও মুখ বাঁধা অজিত শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ২৩, ২০১৪)