ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জেলে আহত
ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমালা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (২২) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মন্ডুমালা সীমান্তের ৩৮৪ পিলারের পাশে এ ঘটনা ঘটে।
বিজিবি ও এলাকাবাসী জানিয়েছে, নাগর নদীতে মাছ ধরতে গেলে ভারতের ভেলাগাছি বিএসএফ ক্যাম্পের সদস্যরা কামালকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনএস/কেএন/সা/জানুয়ারি ২৩, ২০১৪)