তুরস্কে বাস উল্টে নিহত ২১
দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কে বাস উল্টে ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। পিনারবাসী শহরের তুষার আচ্ছাদিত সড়কে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।
বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন।
দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ বাসের ধ্বংসাবশেষ থেকে বের করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। সূত্র: সিএনএন, এএফপি
(দ্য রিপোর্ট/কেএন/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)