সিরিয়ার বিদ্রোহীদের এক হওয়ার আহ্বান আল-কায়েদার
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ায় লড়াইরত বিদ্রোহীদের প্রতি নিজেদের মধ্যে লড়াই না করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরি।
ওয়েবসাইটে প্রচারিত পাঁচ মিনিটব্যাপী এক অডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
সম্প্রতি সিরিয়ায় বিদ্রোহীদের নিজেদের মধ্যে লড়াইয়ে বেশ কয়েকজন নিহতের পরিপ্রেক্ষিতে এই বার্তা দিয়েছেন আল-কায়েদা প্রধান।
তিনি বলেন, ‘সিরিয়ায় মুজাহেদীনদের আন্তঃকোন্দল দেখে আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে।’
তবে ওই অডিও বার্তাটি সত্যিই জাওয়াহিরির কিনা- তা যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: সিএনএন
(দ্য রিপোর্ট/কেএন/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)