সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্কবন্দর সীমান্তে ভারতীয় যন্ত্রাংশ ও লাউড়গড় সীমান্তে ৫৫ বোতল অফিসার্স চয়েস মদ আটক করেছে বিজিবি।

বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুস সালাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ভারত থেকে এ সব মালামাল পাচার করে স্থানীয় জয়বাংলা বাজারে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। চোরাচালানির সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

আটক মালামালের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৪)