বরিশালে প্রতিমা ভাঙচুর
বরিশাল সংবাদদাতা : জেলা সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মধ্য রাজার চর গ্রামে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্ত শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ হাওলাদার জানান, তারা বৃহস্পতিবার সকালে পুজা করতে গিয়ে দেখেন কার্তিক, গণেশ ও কালী প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা। এরপর তারা পুলিশে খবর দেন।
এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বুধবার মধ্যরাতে প্রতিমা ভাঙচুর করেছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)