বরিশালে দুর্ঘটনায় শিশু নিহত
বরিশাল সংবাদদাতা : বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের কাজিপাড়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা দুর্ঘটনায় তানিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
তানিম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের খোকন হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিক্সাচালক রুহুল আমিনকে (২৮) আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখায়াত হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকন হাওলাদার তার স্ত্রী ও শিশু তানিমকে নিয়ে বানারীপাড়া উপজেলা থেকে অটোরিক্সাযোগে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরীর সিঅ্যান্ডবি রোডের কাজিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে অটোরিক্সাটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তানিমের মৃত্যু হয়।
এ ঘটনায় অটোরিক্সা চালককে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আটক চালক রুহুল আমিন পটুয়াখালী জেলা সদরের গোরস্থান রোডের আলতাফ প্যাদারের ছেলে।
(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এসকে/সা/জানুয়ারি ২৩, ২০১৪)