বরগুনায় বাস ধর্মঘট প্রত্যাহার
রবিবার রাত ৯টায় জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সদর থানার ওসি শীলমনি চাকমা, জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সগির হোসেন ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু।
সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল করতে দেখা যায়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তামিম পরিবহনের (ঢাকা মেট্রো চ-৯৩৫২) একটি বাস বরগুনা থেকে নিশানবাড়িয়া যাওয়ার পথে পরীরখাল বাজারে একটি চলন্ত রিকশাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আবদুল মজিদ মোল্লা (৬০) নামে এক রিকশাযাত্রীর মৃত্যু হয়।
বিক্ষুব্ধ জনতা এ সময় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়।
(দিরিপোর্ট২৪ডটকম/ওএস/এমএআর/অক্টোবর ০৭, ২০১৩)