কফিন থেকে অপহৃত কলেজছাত্র উদ্ধার
সাভার সংবাদদাতা : কফিনের ভেতর থেকে অচেতন অবস্থায় অপহৃত কলেজছাত্র রবিন সরকারকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
সাভারের হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ি মহল্লার আওয়ামী লীগ নেতা মকবুলের বাড়ির পেছনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
রবিন প্রাইম ইউনিভার্সিটির দ্বিতীয়বর্ষের ছাত্র ও সাভারের হেমায়েতপুর এলাকার সাইফুল সরকারের ছেলে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন পারভেজ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপহৃত রবিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আটকদের র্যাব-৪ এর ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৪ এর এরিয়া কমান্ডার মেজর মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পরিবারের সদস্যরা জানান, রবিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এর পরই অপহরকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। রবিনের পরিবার অপহরণকারীকে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দেন ও বিষয়টি সাভার থানায় জানায়।
পরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে দুই অপহরণকারীকে আটক করে। আটকদের দেওয়া তথ্যেরভিত্তিতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা মুকুলের বাড়ির পেছনে রাখা কফিনের ভেতরে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/জেএম/সা/জানুয়ারি ২৩, ২০১৪)