মুক্তি পেয়ে খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন মিন্টু
দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তি পেয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আবদুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসেন।
বিএনপি চেয়ারপারসন এ সময় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করছিলেন।
গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি রাত ১০টা ২৫ মিনিটে বের হয়ে আসেন। সেখানে উপস্থিত নেতাকর্মীরা এ সময় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা গাজীপুর কাশিমপুর কারাগার-১ থেকে বৃহস্পতিবার রাত ৭টা ৩৫ মিনিটে মুক্তি পান। কাশিমপুর কারাগারের জেল সুপার জাহাঙ্গীর আলম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন।
হেফাজতের মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন আবদুল আওয়াল মিন্টুকে ১০ হাজার টাকা বন্ডে জামিন দেন। মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।
গত ১০ নভেম্বর রাত ১টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার বাসা থেকে বের হওয়ার পরআবদুল আওয়াল মিন্টু ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
এরপর গত বছরের ৫ এপ্রিল হেফাজতের সমাবেশে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে করা মামলায় আটক দেখানো হয়।
(দ্য রিপোর্ট/এমএফ/এমএআর/জানুয়ারি ২৩, ২০১৪)