সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন সদ্য যোগদান করা জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।

পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া সিনিয়র সহকারি পুলিশ সুপার রুহুল কবির খান, অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও-ওয়ান কামরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২ জানুয়ারি থেকে অর্পিত দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ। এর আগে তিনি ঢাকা পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশাসন) পদে দায়িত্বরত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/জেএম/জানুয়ারি ২৩, ২০১৪)