দ্য রিপোর্ট প্রতিবেদক : গণসংগীত সমন্বয় পরিষদ এবং শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ২৪ জানুয়ারি নোয়াখালির বেগমগঞ্জে শুরু হচ্ছে ‘বৃহত্তর নোয়াখালী জেলা গণসংগীত উৎসব ২০১৪’। চৌমুহনী গণমিলনায়তন দুইদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহfম্মদ উল্লাহ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যবিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। সভাপতিত্ব করবেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর।

২৫ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠানের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্লাহ। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালীর শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসবের সদস্য সচিব দ্য রিপোর্টকে এ সব তথ্য জানান।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/জানুয়ারি ২৩, ২০১৪)